টাইমস নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): আওয়ামীলীগ দল থেকে আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আমি এলাকার উন্নয়নের স্বার্থে নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এক সাথে কাজ করতে চাই। আমি চাই এলাকার উন্নয়ন। আর উন্নয়ন করে জনগণের সেবা করে যেতে চাই।
বুধবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে জনকল্যাণ যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত কাবাডি খেলা অনুষ্ঠান দেখতে এসে সদ্য পদত্যাগী নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আয়েত আলী, রেজাউল করিম কুদরত, মিয়াজ উদ্দিন সরদার, জনকল্যাণ যুব সমাজের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সংগঠনের কর্মকর্তা মোঃ নাঈম হোসেন, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ আক্তার হোসেন ও মোঃ রাসেল মিয়া প্রমূখ।