টাইমস নারায়ণগঞ্জ (রূপগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে অচেতন করে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে কতিপয় ছিনতাইকারীরা। গতকাল সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার একটি ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় সংজ্ঞাহীন সুমন মিয়াকে উদ্ধার করা হয়।
অটোরিক্সার চালক উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে সুমন মিয়া জানান, তিনি সকাল ৯ টার দিকে সদর এলাকা থেকে গাজীপুরের উলুখোলা যাবার জন্য ৪ জন যাত্রী তার অটোরিক্সায় ভাড়ায় চড়ে। গাড়িটি এশিয়ান হাইওয়ে সড়কের মাঝিপাড়া এলাকায় যাবার পরই যাত্রীবেশী এক ছিনতাইকারী তার মুখে কেমিক্যাল মিশ্রিত রুমাল চেপে ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার অচেতন দেহ কালনী এলাকায় সড়কের পাশে একটি ঝোপের মধ্যে ফেলে রেখে তার গাড়িটি নিয়ে ছিনতাইকারীরা চলে যায়। পরে জ্ঞানহীন অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।