টাইমস নারায়ণগঞ্জ: মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুইজন খুন হয়েছেন। ফতুল্লার দেওভোগে আলমগীর নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। অন্যদিকে সোমবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর ডিআইটি কলোনির পিছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সিয়াম নগরীর উকিলপাড়ার আজিজুর রহমানের হোসিয়ারী কারখানার শ্রমিক।
পুলিশের ধারনা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, রোববার রাত থেকেই নিখোঁজ ছিল সিয়াম। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।